শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সালাহউদ্দিন লাভলু যখন ‘খোকাবাবু’

শোবিজ প্রতিবেদক

সালাহউদ্দিন লাভলু যখন ‘খোকাবাবু’

খোকন বাবার একমাত্র সন্তান। বাবা খোকাবাবু ও স্ত্রী নাজ, এই হলো খোকনের পরিবার। খোকন বিয়ের আগে বেশ অস্থির প্রকৃতির ছিল। কিন্তু বিয়ের পর বদলে যায় খোকন। বসতে থাকে বাজারে বাবার আড়তে। ছোটবেলায় খোকনের মা মারা গেলে ফুফুর কাছে বড় হয় খোকন। অন্যদিকে স্ত্রী বিয়োগের পর থেকেই বদলে যায় খোকনের বাবা খোকাবাবু। স্বভাবে বাচ্চাদের মতো হয়ে যায়। সারাক্ষণ ছেলে খোকনের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে বেড়ায় খোকাবাবু। এ নিয়ে খোকনের দুঃখের শেষ নেই। অন্যদিকে খোকাবাবু নিজেকে একজন মডার্ন মানুষ বলে দাবি করে। পোশাক ও চুলের বাহারি স্টাইল। রাত করে বাড়ি ফিরে, অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। ঠিক যেমনটা করত এক সময় খোকন। রাতে যুবকদের সঙ্গে তাস খেলা, দিনে ক্রিকেট, বাদ যায় না গোল্লাছুটও। খোকনের কাছে নিয়মিত আসতে থাকে বাবা খোকাবাবুর নামে নানান রকমের অভিযোগ। খোকনের পকেট থেকে চুরি করে টাকা নিয়ে ছোটদের মতো খরচ করে। খোকনও ছেলের মতো বাবাকে শাসন করতে থাকে। কিন্তু কোনোভাবেই বাবাকে নিয়ন্ত্রণ করতে পারে না। একপর্যায়ে খোকনের স্ত্রী নাজ বুদ্ধি দেয়, শ্বশুর খোকাবাবুকে আবার বিয়ে দেওয়ার জন্য। নাজ তার স্বামী খোকনকে বোঝায়, ‘শুনেছি বিয়ের আগে তুমিও এমন ছিলে’। এমনি করে চলে নাটকের গল্প।  ‘খোকাবাবু’ শিরোনামের নাটকটি প্রচার হবে আজ রাত ৮টায় আরটিভিতে।

সর্বশেষ খবর