রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১২ নভেম্বর পর্যন্ত ‘বাংলা সপ্তাহ’

শোবিজ প্রতিবেদক

নতুন ও সাম্প্রতিক ৮টি আলোচিত বাংলা ছবি নিয়ে স্টার সিনেপ্লেক্স শুরু করছে ‘বাংলা সপ্তাহ’। ১২ নভেম্বর পর্যন্ত একটানা সিনেমাগুলো চলবে আধুনিক এ প্রেক্ষাগৃহের বেশ কয়েকটি স্ক্রিনে। এগুলোর মধ্যে আছে নতুন ‘ঊনপঞ্চাশ বাতাস’ এবং পুরনো ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘ঢাকা অ্যাটাক’, ‘শিকারি’, ‘কৃষ্ণপক্ষ’, ‘কমলা রকেট’ ও ‘ন ডরাই’ চলচ্চিত্র। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এবারের ৮টি ছবিই বেশ আলোচিত ও প্রশংসিত। সেগুলো নিয়েই বাংলা সপ্তাহ সাজানো। এমন আয়োজন আগেও করেছি। আশা করছি এবারও দারুণ সাড়া পাব।’ স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকেএস শপিং মলের শাখাগুলোতে ‘বাংলা সপ্তাহ’ চলবে। প্রতিদিন তিনটি ছবির তিনটি করে প্রদর্শনী হবে। পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’ তো তিন সপ্তাহ ধরে চলছেই।

সর্বশেষ খবর