সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বলিউড মাতাচ্ছেন নতুনরা

বলিউড মাতাচ্ছেন নতুনরা

বলিউড সাম্রাজ্য এখন নতুনদের দখলে। বলিউডে একের পর এক নতুন চমক দেখিয়ে যাচ্ছেন আগতরা। হিট ছবি দিয়ে কাঁপাচ্ছেন বড় পর্দা। আলোচনায় আসা কিছু নতুন মুখ নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

সারা আলী খান

বাবা বলিউড অভিনেতা সাইফ আলী খান এবং মা অমৃতা সিং। ২০১৮ সালে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হয় সারার। এরপর অভিনয় করেছেন সিম্বা ও লাভ আজকাল-এ। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু ছবি। ধীরে ধীরে বাড়ছে জনপ্রিয়তাও। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ বললে সারার কথা সবার আগে আসে। যেমন সুন্দরী, তেমনি দুরন্ত ফিগার। কিন্তু কয়েক বছর আগেও এমনটা ছিল না। তখন সারা ছিলেন যথেষ্ট মোটা। অবাক হওয়ার মতো বিষয় তখন তার ওজন ছিল ৯৬ কেজি! অথচ নায়িকা হতে কত কষ্টই না করেছেন সাইফকন্যা। মাত্র দেড় বছরে ৪৬ কেজি ওজন কমিয়েছেন। হয়েছেন ছিপছিপে গড়নের অধিকারী। এখন সারার ওজন মাত্র ৫০ কেজি।

 

দিশা পাটানি

২০১৫ সালে ‘লোফার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিশার। তবে তিনি আলোচনায় আসেন ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বাঘি-২’ ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এরপর দিশা অভিনীত ‘ভারত’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে সুপারস্টার সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। প্রভুদেবা পরিচালিত ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতেও তিনি অনবদ্য।

জাহ্নবী কাপুর

মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ ‘ধাড়াক’ দিয়ে অভিষেক হয় শ্রীদেবীকন্যা জাহ্নবীর। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত ঈশান খাট্টার। এরপর তিনি অভিনয় করেন আংরেজি মিডিয়াম, গোস্ট স্টোরিজ, রুহি আফজানাসহ বেশ কিছু ছবিতে। তবে তার অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’ সবচেয়ে বেশি আলোচনা ও প্রশংসার জন্ম দেয় বলিউড মিডিয়ায়। তিনি দস্তানা টু চলচ্চিত্রেও অভিনয় করছেন।

 

কিয়ারা আদবানি

২০১৪ সালে ‘ফুগলি’র মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে কিয়ারা আদবানির। তবে ‘কবির সিং’ ছবির মাধ্যমে তিনি সবার কাছে সুপরিচিত। এ ছবির সফলতার সূত্র ধরেই তিনি এখন নামকরা অভিনেতার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন।

 

তারা সুতারিয়া

বলিউডে তারার অভিষেক করণ জোহরের হাত ধরে। ছবির নাম ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। তার দ্বিতীয় ছবি ‘মারজাওয়া’। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ছবিতে সাবলীল অভিনয়ের সুবাদে অনেকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

 

আলিয়া ভাট

বলিউডের এই সময়ের অভিনেত্রীদের মধ্যে সম্ভবত সবচেয়ে ব্যস্ত মহেশ ভাটকন্যা আলিয়া ভাট। একটি ছবির কাজ শেষ হতে না হতেই ঢুকে পড়ছেন নতুন ছবির স্ক্রিপ্ট রিডিং বা শুটিং ফ্লোরে। এভাবেই ব্যস্ততায় কাটছে আলিয়া ভাটের দিন। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। প্রতিটি ছবিতে ধরে রেখেছেন ভিন্নতার ছাপ। তাই অনেকে তাকে বি-টাউনের অন্যতম সেরা অভিনেত্রীর তকমাও এরই মধ্যে দিয়ে ফেলেছেন।

 

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর নিজের অভিনয় ও গায়কি দিয়ে মন জয় করেছেন অগণিত দর্শকের। বিখ্যাত অভিনেতা শক্তি কাপুরের মেয়ে হওয়া সত্ত্বেও বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন নিজ প্রতিভা গুণে। ২০১০ সালে ‘টিন পার্টি’ চলচ্চিত্রে সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন তিনি এবং পরে ২০১১ সালে ‘লাভ কা দ্য অ্যান্ড’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। বর্তমান বলিউড সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রীর নাম শ্রদ্ধা কাপুর। গুণী এই অভিনেত্রীর ক্যারিয়ারের গ্রাফটা বরাবর আকাশমুখী। ‘আশেকি টু’ ছবিতে তার অনবদ্য অভিনয় এখনো ভক্তদের চোখে লেগে আছে। শুধু অভিনয় নয়, গায়কিতেও তিনি অনবদ্য। ‘সাহো’, ‘ছিছোড়’, ‘সাইনা’সহ একাধিক ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেছেন।

 

ভূমি পেডনেকার

এ সময়ের প্রতিভাবান অভিনেত্রী ভূমি পেডনেকার। ২০১৫ সালের শুরুর দিকে মুক্তি পায় যশরাজ ফিল্মসের রোমান্টিক-কমেডি ছবি ‘দাম লাগাকে হেইসা’। নব্বইয়ের দশকের পটভূমিতে তৈরি এই সিনেমায় এমন একজন নতুন নায়িকাকে দেখা গেল, যার অন্য আর দশটা বলিউড নায়িকার মতো জিরো ফিগার নেই। তিনি সত্যিকার অর্থেই বেশ মোটাসোটা। অভিনয় করেছেন টয়লেট : এক প্রেম কথা, শুভ মঙ্গল সাবধান সিনেমায়। তার অভিনয় সমালোচক এবং দর্শক উভয়েই ভালোভাবে গ্রহণ করেছিলেন। যার প্রমাণ ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাগিয়ে নেওয়া।

জ্যাকুলিন ফার্নান্দেজ

শ্রীলঙ্কান বংশো™ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন। ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একে এক করেন ‘মার্ডার ২’,  ‘হাউসফুল ২’, রেস ২, ‘কিক’ ছবিতে অভিনয়। অভিনীত আরও চলচ্চিত্র হলো কমেডিধর্মী হাউসফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।

 

বাণী কাপুর

ভারতীয় অভিনেত্রী এবং সাবেক মডেল বাণী কাপুর। বাণী ২০১৩ সালে পরিণীতি চোপড়া এবং সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার প্রথম চলচ্চিত্র ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ অভিনয় করেন। ৫৯তম ফিল্মফেয়ার পুরস্কারে বাণী শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। তিনি তামিল চলচ্চিত্র ‘আহা কল্যাণম’ এ অভিনয় করেন, যা ব্যবসায়িকভাবে সফল হয়। ২০১৬ সালে বাণী অভিনীত চলচ্চিত্র ‘বেফিকরে’ মুক্তি পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর