বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দ্রুত নতুন ছবি মুক্তির নির্দেশ

শোবিজ প্রতিবেদক

দ্রুত নতুন ছবি মুক্তির নির্দেশ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করছেন চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সমিতির কর্মকর্তারা

সিনেমা হল খুললেও নতুন ছবি মুক্তি না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দ্রুত নতুন ছবি মুক্তির নির্দেশ দিয়েছেন। গতকাল মন্ত্রীর বাসভবনে চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সমিতির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী জানতে চান, সরকার সিনেমা হল খুলে দিলেও নতুন ছবি মুক্তি পাচ্ছে না কেন। এ ব্যাপারে প্রদর্শক ও প্রযোজক সমিতিকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। এ ছাড়া আগামীতেও সরকারি অনুদানের ছবির ক্ষেত্রে মূল ধারার ছবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মন্ত্রী। প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ভারতীয় ছবি আমদানির আবেদন জানালে মন্ত্রী এ বিষয়ে প্রদর্শক-প্রযোজক ও পরিচালক সমিতিকে যৌথভাবে লিখিত আবেদন করতে বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, প্রযোজক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে খোরশেদ আলম খসরু ও শামসুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর