বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আমাদের সেই নন্দিনী

শোবিজ প্রতিবেদক

আমাদের সেই নন্দিনী

তার প্রাণবন্ত ও হৃদয় হরণ করা হাসি যেন সবার মন ভরিয়ে দেয়। সাধারণ সৌন্দর্যেই তিনি অনন্য সাধারণ। চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, নৃত্য এমনকি গান- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। তিনি সৈয়দা তুহিন আরা অপি করিম। যাকে শোবিজ মিডিয়ায় ‘অপি করিম’ নামেই সবাই চেনেন। কখনো শিউলী, কখনো সাথী, নন্দিনী বা মাধবীলতা হয়ে বোকাবাক্সের দর্শককে বিমোহিত করে চলেছেন বছরের পর বছর। মাত্র আড়াই বছর বয়সে ‘সকাল-সন্ধ্যা’র পারুল চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করা এই অভিনেত্রী এখন অভিনয়ে অনিয়মিত। ব্যক্তি ও পেশাগত জীবনের ব্যস্ততায় সেই সংখ্যা এখন শূন্যে এসে ঠেকেছে। হাউসফুল, ৫১ বর্তীতে অভিনয় করা জনপ্রিয় এই অভিনেত্রী মাঝে আশফাক নিপুণের ‘মিস শিউলি’, ‘ভিকটিম’ এ অসাধারণ অভিনয় দিয়ে দর্শক মুগ্ধতা কাড়েন। পেশাগত জীবনে তিনি একজন আর্কিটেকচার। ১৪ বছর আগে অপি করিম ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদের ‘মায়ার জঞ্জাল’ বা ‘ডেব্রি অব ডিজায়ার’ করতে সময় নেন ঠিক ১৪ বছর। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই ছবিতে তিনি কলকাতার ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন। চীনের সাংহাই চলচ্চিত্র উৎসব ও মস্কো উৎসবে ছবিটির প্রর্দশনী হলে তিনি ব্যাপকভাবে প্রশংসিতও হন। বেশ কয়েক মাস হলো তিনি একেবারে আড়ালে চলে গেছেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্ন পোস্ট শেয়ার, প্রিয় মানুষদের জন্মদিনে শুভেচ্ছাসহ পুরনো স্মৃতি রোমন্থন করতে দেখা যায়। তার অবস্থা ও অবস্থান জানতে ফেসবুক ইনবক্সে যোগাযোগ করলে বলেন, ‘ফেসবুকে খুব একটা অ্যাকটিভ না। মাঝে মাঝে ফেসবুকে ঢুকি। আর যেখানেই আছি, অনেক ভালো আছি।  ধন্যবাদ।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর