বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জুয়েল আইচের অবস্থা স্থিতিশীল

শোবিজ প্রতিবেদক

জুয়েল আইচের অবস্থা স্থিতিশীল

দেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিছু দিন আগে সপরিবার করোনায় আক্রান্ত হন এই জাদুশিল্পী। তবে তার স্ত্রী ও মেয়ে এখন পুরোটাই সুস্থ। গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কভিড-১৯ পরীক্ষা করান। সে রিপোর্টে কভিড-১৯ পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। সেখান থেকে পরে মঙ্গলবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। বিপাশা আইচ জানান, জুয়েলের জ্বর, কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দেওয়া হচ্ছে। কোনো কিছুর স্বাদ-গন্ধ পাচ্ছেন না।  খাবারে একরকম অনীহা কাজ করছে।’ বিপাশা আইচ তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন।

 

সর্বশেষ খবর