শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘প্রীতিলতা’ ছবিতে গাইলেন সাব্বির নাসির

শোবিজ প্রতিবেদক

‘প্রীতিলতা’ ছবিতে গাইলেন সাব্বির নাসির

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘প্রীতিলতা’। আর এই চলচ্চিত্রের জন্য নতুন একটি গান তৈরি করলেন গোলাম রাব্বানী, সাব্বির নাসির ও জাহিদ নিরব। সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে ‘মানুষ’ শিরোনামের এ গানটির রেকর্ড হয়। গোলাম রাব্বানীর লেখায় গানটিতে কণ্ঠ দেন সাব্বির নাসির। সংগীত আয়োজনে ছিলেন নিরব। গানটি প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘বাংলা সিনেমার গানে এটা আমার প্রথম প্লেব্যাক, সে কারণে আনন্দিত, তার চেয়ে বেশি আনন্দিত প্রীতিলতার টিমের সঙ্গে যুক্ত হতে পেরে। গোলাম রাব্বানীর লেখা অসম্ভব ভালো একটা গান। অন্য ধরনের একটা কাজ বলতে পারি। নিরব চেষ্টা করেছে মিউজিকে ভিন্ন স্বাদের কিছু দেওয়ার। একবার শুনলে দ্বিতীয়বার নিজে নিজে গাইতে পারার মতো গান এটা।’ জাহিদ নিরব বলেন, ‘আমার ইচ্ছা ছিল গানটা ট্রেন্ডি বানানোর সঙ্গে একটু ফোক মিউজিক থাকল। গানের লিরিক খুবই স্প্রিচুয়াল, যদিও মিউজিকে আমি একটু রকিং কিছু করেছি। সাব্বির ভাই বেশ ভালো গেয়েছেন। সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে।’  গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রের অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমন। 

সর্বশেষ খবর