শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দৃষ্টিপাতের ‘ছত্রিশে পা’

শোবিজ প্রতিবেদক

দৃষ্টিপাতের ‘ছত্রিশে পা’

১৯৮৪ সালের ১১ নভেম্বর নাট্যজন আবদুল হালিম আজিজের নেতৃত্বে নাট্যপ্রেমী একঝাঁক তরুণের সম্মিলনে যাত্রা শুরু করে দৃষ্টিপাত নাট্যদল। এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘সৃজনে স্বজনে মননে নন্দনে ছত্রিশে পা’। অনুষ্ঠানমালার ফাঁকে ফাঁকে থাকবে নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন। শেষে চলমান মহামারী ও  আমাদের সতর্কতা নিয়ে থাকবে স্বাস্থ্যবার্তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর