শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বশির আহমেদের জন্মদিনে গাইবেন তারা

শোবিজ প্রতিবেদক

বশির আহমেদের জন্মদিনে গাইবেন তারা

প্রখ্যাত সংগীতজ্ঞ প্রয়াত বশির আহমেদের জন্মদিন ১৮ নভেম্বর। এ উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছেন তার দুই সন্তান মেয়ে হুমায়েরা বশির ও ছেলে রাজা বশির। গত বছর বাবার ৮০তম জন্মদিন স্মরণে বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে ‘বশির আহমেদ সম্মাননা পদক’ চালু করেছিলেন তারা। সেই পরিপ্রেক্ষিতে এ বছরও আয়োজিত হতে যাচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা পদক-২০২০’। ছয়টি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে এবার। এগুলো হলো গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সাংবাদিকতা, যন্ত্রসংগীত শিল্পী ও বিশেষ ব্যক্তিত্ব। এ বছর গীতিকার হিসেবে গাজী মাজহারুল ইসলাম, সুরকার হিসেবে সুজেয় শ্যাম, যন্ত্রসংগীতে মিলন ভট্টাচার্য, কণ্ঠশিল্পে ওস্তাদ নিয়াজ মাহমুদ চৌধুরী, বিশেষ ব্যক্তিত্বে লিয়াকত আলী লাকী এবং সাংবাদিকতায় নঈম নিজামকে (সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, সিইও নিউজ টোয়েন্টিফোর) সম্মাননা প্রদান করা হবে। গত বছরের অনুষ্ঠানটি সরাসরি হলেও এবার অনলাইনে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। এ অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের সঙ্গে থাকছে গানের পর্ব। জন্মদিন স্মরণে সেই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যালের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ‘ভক্তিমূলক’ গান পরিবেশনার মধ্য দিয়ে। অন্যদিকে অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, দিঠি আনোয়ার, ইউসুফ আহমেদ খান, সোহেল মেহেদী, সাব্বির জামান, রাজা বশির, হুমায়েরা বশির, ইব্রাহিম খলিল এবং মেজবাহ আহমেদ। সেদিন বশির আহমেদের সুর-সংগীতে সন্তানদ্বয় রাজা বশির ও হুমায়েরা বশির এবং ইব্রাহিম খলিলের করা তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।         

সর্বশেষ খবর