রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শিল্পকলা একাডেমিতে পরিচালক পদে মিমি

শোবিজ প্রতিবেদক

শিল্পকলা একাডেমিতে পরিচালক পদে মিমি

আফসানা মিমি। এক নামেই যার অনেক পরিচয়। একাধারে তিনি একজন পারদর্শী অভিনয়শিল্পী, দক্ষ নির্মাতা ও সংগঠক। বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত তিনি। ক্যামেরার পেছনেই বেশি কাজ করছেন এই মিষ্টি হাসির সুনয়না। কেবল বিশেষ দিবসের নাটক কিংবা বিশেষ কোনো চরিত্র পেলে কালে-ভদ্রে চলচ্চিত্রেও দেখা মেলে তার। তিনি বর্তমানে পাপ পুণ্য, প্রীতিলতা, পাতালঘরসহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন। এদিকে সুখবর হচ্ছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন এই অভিনেত্রী ও নির্মাতা। উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা যোগদানের পর মহাপরিচালক মহোদয় বিভাগ বণ্টন করবেন। তারা কোন বিভাগের পরিচালক হবেন, তা এখনো ঠিক করা হয়নি।’

 

সর্বশেষ খবর