রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অত্যন্ত সংকটাপন্ন সৌমিত্র

শোবিজ ডেস্ক

অত্যন্ত সংকটাপন্ন সৌমিত্র

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। তার দেহের বেশির ভাগ অর্গান ভালোভাবে কাজ করছে না বলে জানান চিকিৎসক। খবর আনন্দবাজার পত্রিকার।  এক মাসের বেশি সময় ধরে তিনি বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার মস্তিষ্কের স্নায়ুবিক সমস্যা বেড়েছে। রক্ত জমাট বেঁধেছে কিনা, তা জানতে এদিন সৌমিত্রের সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিৎসকরা। হৃদযন্ত্রও ভালো কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গেছে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনার মাত্রাও। কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালাইসিস করতে হয়েছে। এদিন কিডনির সমস্যা আরও প্রকট হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সৌমিত্রের প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তার রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। কিন্তু এদিন হঠাৎ নতুন করে পরিস্থিতির অবনতি হয়।

গত বুধবার সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই এদিন বেলা ১২টা নাগাদ প্রথমবারের জন্য তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়।

সর্বশেষ খবর