রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কারাবন্দীদের নিয়ে নাটক

শোবিজ প্রতিবেদক

কারাবন্দীদের নিয়ে নাটক

কারাগারে নাটক পরিবেশনার মধ্য দিয়ে কারাবন্দীদের আত্মসংশোধনের কাজ শুরু হচ্ছে প্রথমবারের মতো। নভেম্ব^রের শেষ সপ্তাহে এ আয়োজন কেরানীগঞ্জে বাংলাদেশ কেন্দ্রীয় কারাগার থেকে শুরু হবে। এ ছাড়া আগামী বছর ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ৬৮টি কারাগারের ভিতরে কারাবন্দীদের অংশগ্রহণে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি মঞ্চায়িত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে। তার সঙ্গে কাজ করছেন এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষক।

ইসরাফিল শাহীন বলেন, তিন বছরব্যাপী এই গবেষণাধর্মী কাজে ইতিমধ্যে সরকারের অনুমতি পেয়েছি। উদ্দেশ্য, নাট্য পরিবেশনার মাধ্যমে কারাবন্দীদের কারামুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া। আয়োজনটিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা থেকে বিভিন্ন দৃশ্য কারাবন্দীদের মধ্যে পরিবেশন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর