শিরোনাম
রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাগ্য পরিবর্তনে মোশাররফ-তিশা

শোবিজ প্রতিবেদক

ভাগ্য পরিবর্তনে মোশাররফ-তিশা

সম্প্রতি পুবাইল, উত্তরা ও ঢাকার বিভিন্ন স্থানে একটি একক নাটকের শুটিং শেষ হয়েছে। নাম ‘উহার চেয়ে ইহাই উত্তম’। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় সোহেল হাসান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা। আরও রয়েছেন শাহনেওয়াজ রিপন, অনিক প্রমুখ। কালাম গ্রামের একজন খেটে খাওয়া সহজ সরল মানুষ। যে মানুষগুলোর আর্থিক অভাব-অনটন থাকলেও আনন্দ-ফুর্তির কোনো কমতি নেই। কালাম ও রেনুর অভাবের সংসারে সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে একে অপরকে ভালোবাসে। দরিদ্রতা সবসময় পীড়া দেয় কালামকে। বউয়ের স্বাদ আহ্লাদ পূরণ করতে না পারার অনুশোচনায় ভোগে সবসময়। তাই কৃষিকাজ ছেড়ে ব্যবসা-বাণিজ্য করে অনেক টাকা আয় করার চিন্তা সবসময় ঘুরপাক খায় তার মাথায়। বউয়ের কাছে বাবা হওয়ার খবর পেয়ে তার এই অভাবের সংসারে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। তাই নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে শহর থেকে আসা এক যুবকের হাত ধরে ঢাকায় আসেন কালাম। একটি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যময় জীবনের স্বপ্নে বিভোর হয়ে যান কালাম। কিন্তু হঠাৎ এক দিন পুলিশের কাছে ধরা খেয়ে কালাম জানতে পারেন তিনি নিজের ভাগ্য পরিবর্তন করতে এসে একটি স্মাগলিং গ্রুপের সঙ্গে জড়িয়ে গেছেন এবং তাকে নিয়ে আসা এই যুবক পুলিশের মোস্ট ওয়ান্টেড স্মাগলার। কর্তব্যরত পুলিশ অফিসার ইনভেস্টিগেশনে কালামের সরলতায় তাকে মুক্তি দিয়ে দেন। কালাম বুঝতে পারেন ভালোভাবে থাকার জন্য অনেক টাকা পয়সার দরকার নেই। যার যা আছে তাই নিয়ে সৎভাবে বেঁচে থাকাই প্রকৃত সুখ। নির্মাতা সোহেল জানান, নাটকটি আগামী সপ্তাহে এনটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর