বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আজ বশির আহমেদ সম্মাননা পদক ২০২০

ছয় গুণীজনকে সম্মাননা

শোবিজ প্রতিবেদক

ছয় গুণীজনকে সম্মাননা

আজ প্রখ্যাত সংগীতজ্ঞ প্রয়াত বশির আহমেদের ৮১তম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছেন তার দুই সন্তান মেয়ে হোমায়েরা বশির ও ছেলে রাজা বশির। গত বছর বাবার ৮০তম জন্মদিন স্মরণে বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে ‘বশির আহমেদ সম্মাননা পদক’ চালু করেছিলেন তারা। সেই পরিপ্রেক্ষিতে এ বছরও আয়োজিত হতে যাচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা পদক-২০২০’। তবে গত বছর অনুষ্ঠানটি সরাসরি হলেও সংকটময় এই সময়ের কারণে ভার্চুয়ালি সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা হোমায়েরা বশির এবং রাজা বশির। এবার গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সাংবাদিকতা, যন্ত্রসংগীত শিল্পী ও বিশেষ ব্যক্তিত্ব-এই ছয়টি ক্যাটাগরিতে পদক প্রদান হচ্ছে। এ বছর গীতিকার হিসেবে গাজী মাজহারুল আনোয়ার, সুরকার হিসেবে সুজেয় শ্যাম, যন্ত্রসংগীতে মিলন ভট্টাচার্য, কণ্ঠশিল্পে ওস্তাদ নিয়াজ মাহমুদ চৌধুরী, বিশেষ ব্যক্তিত্বে লিয়াকত আলী লাকী এবং সাংবাদিকতায় নঈম নিজামকে (সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও সিইও, নিউজ টোয়েন্টিফোর) সম্মাননা প্রদান করা হচ্ছে। এদিকে সম্মাননা পদক আগেই ছয় গুণীজনের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ রাত ৮টায় পুরো অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে সারগাম সাউন্ড স্টেশন পেইজ থেকে। অনুষ্ঠানটিতে রাজা বশির ও হোমায়েরা বশিরের সঙ্গে থাকবেন হাসান মাহমুদ। অনুষ্ঠানটিতে ধারণকৃত ভিডিওতে গুণীজনদের উত্তরীয় পরানো, সম্মাননা গ্রহণ এবং তাদের অনুভূতি প্রকাশের অংশও দেখানো হবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন, আরটিভি, ডিবিসি টিভি এবং রেডিও ক্যাপিটালের পেইজ থেকে একই সময়ে সম্প্রচার করা হবে। বাবার জন্মদিন ও অনুষ্ঠান প্রসঙ্গে রাজা বশির বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এবার পুরো অনুষ্ঠানটি ভার্চুয়ালি করা হচ্ছে। বাবার কাজ ও অবদানকে সবার মাঝে স্থায়ী করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে ক্যাটাগরিভিত্তিক সম্মাননা প্রদান, গান পরিবেশনা, তাকে নিয়ে বিভিন্ন মানুষের স্মৃতিচারণাসহ কিছু আয়োজন রাখা হয়েছে। বাবার করা শেষ সুর-সংগীতে তিনটি গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। বাবা বি এ দীপ নামে গান লিখতেন। তার লেখা গানও রয়েছে এই তিনটি মিউজিক ভিডিওর একটিতে।’

হোমায়েরা বশির বলেন, ‘বাবা আমাদের সর্ব মুহূর্তের অনুপ্রেরণা। তিনি দেশের গর্ব। তাঁর কর্ম ও অবদান নিয়ে শুধু আমরা কেন, সংগীতপ্রেমীসহ সব মানুষেরই উদ্যোগী হওয়া উচিত। আশা করছি, সবার প্রিয় শিল্পী বশির আহমেদ স্মরণে এই ক্ষুদ্র প্রচেষ্টার সঙ্গে সব সময় সব সেক্টরের মানুষকে পাশে পাব।’ এই অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের সঙ্গে থাকছে গানের পর্ব। সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল একাডেমির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ‘ভক্তিমূলক’ গান পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। গান পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, দিঠি আনোয়ার, ইউসুফ আহমেদ খান, সোহেল মেহেদী, সাব্বির জামান, রাজা বশির, হোমায়েরা বশির, ইব্রাহিম খলিল এবং মেজবাহ আহমেদ। উল্লেখ্য, আজ ইউটিউব চ্যানেলে প্রয়াত বশির আহমেদের করা শেষ সুর-সংগীতে সন্তানদ্বয় রাজা বশির ও হোমায়েরা বশির এবং ইব্রাহিম খলিলের (বশির আহমেদের লেখা) করা তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। সার্বিক সহযোগিতায়  হক মি. কুকি বিস্কুট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর