বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জাহিদ-রুনা ১০০ তে ১০০

শোবিজ প্রতিবেদক

জাহিদ-রুনা ১০০ তে ১০০

পুবাইলের আশ্রয়ণে চলছে নতুন একটি ধারাবাহিকের দৃশ্য ধারণের কাজ। নাটকটির নাম ‘১০০ তে ১০০’। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। নাটকটিতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও রুনা খান। এটিতে আরও যুক্ত হয়েছেন মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, এ্যালেন শুভ্র, শহীদুল্লাহ সবুজ, চাষী আলম, ঊর্মিলা শ্রাবন্তি কর, সুজাত শিমুল, মিম মান্তাসা, সাইকা আহমেদ, পারসা ইভানা, মৌরী সেলিম, সুমাইয়া আঞ্জুম মিথিলা, রিগ্যান সোহাগ রত্ন, শেখ মাহবুবুর রহমান, মেহরিন ফারিনসহ অনেকেই। নির্মাতা টিমের সদস্য দাদা নজরুল ও তাহাসিন। ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনে নির্মিত এটির সিনেমাটোগ্রাফিতে মোস্তাক মোর্শেদ ও সুজন। আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল জানান,  ভিন্ন ধাঁচের গল্প, তাই অনেক অভিনয়শিল্পী। আয়োজনও বড়। এটি মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর