বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুগ্ধতায় ‘রিদম অব বাংলাদেশ’

শোবিজ প্রতিবেদক

মুগ্ধতায় ‘রিদম অব বাংলাদেশ’

মিডওয়েস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি একমাত্র রক ব্যান্ড ‘রিদম অব বাংলাদেশ’ একটি ভার্চুয়াল কনসার্টের আয়োজন করে। দুই ঘণ্টার দীর্ঘ ‘রিদম অব বাংলাদেশ আয়েজিত লিগাতো গান-ই-আড্ডা পর্ব ২’ অনলাইনে প্রচারিত হয়। এই ব্যান্ডটিতে নগরবাউল জেমস, এলআরবি, আর্টসেল, অর্থহীন এবং মাইলসসহ বেশ কয়েকটি জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ডের কভার গান পরিবেশন করে।

ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটার প্লেয়ার আবির জানান, অনুষ্ঠানটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সব রাজ্যের পাশাপাশি সুইডেন, ইতালি এবং নিউজিল্যান্ডের ২ হাজার ৩০০-এরও বেশি দর্শক দেখেন এবং ৩০০টির বেশি মন্তব্য করেছেন।’  অন্যান্য ব্যান্ড সদস্য, যারা বিভিন্ন পেশা থেকে একত্রিত হয়েছিলেন তারা হলেনÑ সাফি, ড্রামার, শাওন, বেজ, রাইভেন, গিটার এবং ভোকাল শিপু। অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তাহনীন মাশরুবা মিথুন। অনুষ্ঠান চলাকালীন আবির বলেন, ‘আমি বাংলাদেশি রক ব্যান্ড মিডওয়েস্ট আরও জনপ্রিয় করার লক্ষ্যে এটির প্রচার করতে চাই, যাতে তরুণ প্রজন্ম রক সংগীতে অনুপ্রাণিত হতে পারেন এবং আরও রক ব্যান্ড গঠন করতে পারেন।’ মিশিগান ও ওহাইওতে মাইলসের ৪০তম বার্ষিকীতে ‘রিদম অব বাংলাদেশ’ ব্যান্ড হিসেবে যাত্রা শুরু করে।

সর্বশেষ খবর