শিরোনাম
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গাঙকুমারীতে মোশাররফ-জুঁই

শোবিজ প্রতিবেদক

গাঙকুমারীতে মোশাররফ-জুঁই

সরকারি অনুদানের ছবির শুটিং চলছে সিলেটের সুনামগঞ্জে। ছবির নাম ‘গাঙকুমারী। পরিচালক ফজলুল কবীর তুহিন। লিখেছেন সাধনা আহমেদ। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সাহিল রনি। ছবিতে রয়েছেন তারিক আনাম খান, মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শাহাদাৎ হোসেন, ঝুনা চৌধুরী, শামীম জামান, অর্ক, উজ্জ্বল মাহমুদসহ একঝাঁক থিয়েটারকর্মী। গাঙকুমারী চরিত্রে অভিনয় করেছেন তাহুয়া লাভিব তুরা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র জিসান এই সিনেমার নায়ক। গাঙপাড়ে বসবাসরত জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা নিয়ে এ সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমাটোগ্রাফার সাহিল রনি জানান, ‘১৫ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়, চলবে ২২ তারিখ পর্যন্ত। এরপর বিরতি দিয়ে আবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত ছবিটির দৃশ্যায়ন হবে।’ গতকাল থেকে হাবিবের কোরিওগ্রাফিতে শুরু হয়েছে পৌরাণিক গানের শুটিং। জেলে সম্প্রদায়ের মেয়ে গাঙকুমারীর (তুরা) নৌকাবাইচ ও বিজয়ের দৃশ্য রয়েছে গানে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় এটি। এদিকে সিলেটে আরেকটি ছবির শুটিং চলছে।  মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে পান্থ প্রসাদের ‘সাবিত্রী’।

সর্বশেষ খবর