শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যৌন দৃশ্যে সমস্যা নেই

শোবিজ ডেস্ক

যৌন দৃশ্যে  সমস্যা নেই

‘দঙ্গল’ সিনেমায় আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তবে এখন তিনি প্রাপ্ত বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি তার অভিনীত ‘লুডো’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ সিনেমায় সানিয়া মালহোত্রাকে দেখা গেছে বেশ খোলামেলা রূপে। এমনকি যৌন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। অভিনেতা আদিত্য রায় কাপুর ও তার মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে ‘লুডো’তে।

এ বিষয়ে সানিয়া বলেন, ‘যদি চিত্রনাট্যে প্রয়োজন হয় এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। তবে এটি যে খুবই স্বস্তিকর মুহূর্ত ছিল তা কিন্তু না। দ্বিধা কাজ করছিল এবং নার্ভাস ছিলাম। কারণ সেটে অনেক মানুষ ছিল। লাইট, ক্যামেরা আরও নার্ভাস করছিল।’

উল্লেখ্য, গত ১২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘লুডো’। এটি নির্মাণ করেছেন অনুরাগ বসু। সিনেমাটিতে সানিয়া ও আদিত্য ছাড়া আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বচ্চন, রাজকুমার রাও, ফাতিমা সানা শেখ প্রমুখ।  মুক্তির পর দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা পাচ্ছে ‘লুডো’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর