শিরোনাম
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আজ ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’

শোবিজ প্রতিবেদক

ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’। দলটির ৪৯তম নাট্য এই প্রযোজনাটি রচনা করেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে হবে নাটকটির প্রদর্শনী। গল্প নিয়ে নির্দেশক শহীদুজ্জামান সেলিম বলেন, ‘নাটকটি মহামারী নিয়ে। শহরে মহামারীতে অনেক লোক মারা যাচ্ছে। শহরের অনেক লোক অপেক্ষায় রয়েছে একটা স্টিমারের। এই স্টিমার দিয়ে তারা অন্য একটা শহর বা গ্রামে চলে যাবে। তারা নিকট অতীতের নানা কথা বলে চলেছে। গল্পটি এই সময়ের জন্য প্রাসঙ্গিক।’ নাটকটির মঞ্চ পরিকল্পনায় আফজাল হোসেন, পোশাক পরিকল্পনায় রোজী সিদ্দিকী, আলোক  পরিকল্পনায় ওয়াসিম আহমেদ ও সংগীতায়োজনে রাহুল আনন্দ। 

সর্বশেষ খবর