শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গান নিয়ে ব্যস্ত দীপ

শোবিজ প্রতিবেদক

গান নিয়ে ব্যস্ত দীপ

চলচ্চিত্রের গান লেখার ক্যারিয়ার শুরু ২০১১ সালের কোরবানির ঈদে। শাহীন সুমনের ‘টাইগার নাম্বার ওয়ান’ ছবিতে ‘অনুভবে আছ তুমি’ লিখেই হিট। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি সুদীপ কুমার দীপকে। মাত্র কয়েক বছরে শতাধিক ছবিতে গান লিখেছেন। এখন কাজ করছেন ‘১৫ আগস্ট : আনটোল্ড স্টোরি’, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘ধামাকা’, ‘যোগ্য সন্তান’, ‘আশীর্বাদ’, ‘স্বপ্নের ফেরিওয়ালা’সহ আরও ৩০টি ছবিতে গান লিখেছেন তিনি। শুধু দেশে নয়, দীপ এখন কাজ করছেন কলকাতার ছবিতেও। এসকে মুভিজের ছবিতে একের পর এক গান লিখছেন তিনি। বলিউডের টি সিরিজেও নাভেদ পারভেজের সুরে  ‘মেরে আশপাশ তু’ লিখেছেন কাশফী দীপের সঙ্গে যৌথভাবে। অডিওতেও সমানভাবে কাজ করে যাচ্ছেন দীপ। আসিফ, ইমরান, কোনাল, কর্নিয়া, কণা, ঐশীদের একাধিক গান লিখছেন তিনি। দীপ বলেন, ‘এমন ব্যস্ত ক্যারিয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ইন্ডাস্ট্রির সবার কাছে কৃতজ্ঞ। আমাকে সুযোগ দিচ্ছেন। নিজেকে প্রমাণ করার পথ দেখাচ্ছেন। আমি সত্যিই ভাগ্যবান।’  দীপের লেখা অসংখ্য কোটি ভিউ গান আছে। যেগুলো চার কোটি, তিন কোটি, দুই কোটি ছাড়িয়েছে মুক্তির পরপরই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর