রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘প্রীতিলতা’ যাচ্ছে চট্টগ্রামে

শোবিজ প্রতিবেদক

‘প্রীতিলতা’ যাচ্ছে চট্টগ্রামে

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসার প্রীতিলতা’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। স্বদেশের স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল, সেই চিত্রই তুলে ধরা হবে ছবিতে। ‘ভালোবাসার প্রীতিলতা’য় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন নাম-ভূমিকায়। অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে গত ১৬ নভেম্বর পর্যন্ত ছবির প্রথম ও দ্বিতীয় লটের শুটিং শেষ হয়েছে। সম্প্রতি রাজধানীর বকশীবাজারের পুরনো কেন্দ্রীয় কারাগারে হয় ছবিটির শুটিং। পরিচালক প্রদীপ ঘোষ জানান, আলীপুর কারাগারে বন্দী থাকা বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসকে বেশ কয়েকবার দেখতে গিয়েছিলেন প্রীতিলতা। সেই দৃশ্য তুলে আনতেই কেন্দ্রীয় কারাগারে আলীপুর কারাগারের আবহে দৃশ্যধারণ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় লটের শুটিং শেষ এবার তৃতীয় ধাপের শুটিংয়ের অপেক্ষায় ‘ভালোবাসার প্রীতিলতা’ টিম। আগামী ২৮ নভেম্বর থেকে চট্টগ্রামে তৃতীয় লটের শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। এই লটে ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু এলাকায় শুটিং হবে। জানুয়ারির মধ্যেই ছবির কাজ শেষ হওয়ার কথা।

সর্বশেষ খবর