বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হিমির ‘সিগারেট’

শোবিজ প্রতিবেদক

হিমির ‘সিগারেট’

টোব্যাকো একটি প্রাতিষ্ঠানিক ক্রাইম। কারণ প্রত্যেকটি মানুষই জানে সিগারেট পানে মৃত্যুঝুঁকি আছে, তবুুও পান করে। আর এই সিগারেট পানকে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রণোদিত করছে রাষ্ট্র এবং দেশের সব টোব্যাকো ইন্ডাস্ট্রি। নেশা, বাণিজ্য ও সময়ের স্বার্থে আমরা নিজেদের বিপদ ডেকে আনছি। এবার টোব্যাকো বিষয়ে সচেতনতার লক্ষ্যে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিগারেট’। এর অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এই স্বল্পদৈর্ঘ্যে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, সাবেরী আলমসহ বেশ কিছু অভিনয়শিল্পী। আরমান পাশার গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে। হিমি বলেন, ‘মানুষ দ্বৈত চরিত্রের। ছোট ছেলে সিগারেট পান করলে বাবা-ভাই বকা ও মারধর করে। কিন্তু সেই পরিবারের বড় ভাই যদি টোব্যাকো ইন্ডাস্ট্রিতে কোনো পদে চাকরি পেয়ে যায়, তবে পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল হয়। এটা মানুষ হিসেবে চরম লজ্জাকর বিষয়!’ আজ বনানীর নটর’ডেম ক্লাবে সন্ধ্যা ৭টায় এই স্বল্পদৈর্ঘ্যটির প্রিমিয়ার শো হবে। রাশেদ আউয়াল শাওনের সার্বিক তত্ত্বাবধানে এতে অতিথি হিসেবে থাকবেন নাট্যকার মাসুম শাহরিয়ার ও সুজন মাহমুদ। উল্লেখ্য, শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর