বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিসিইউতে অভিনেত্রী সুজাতা

শোবিজ প্রতিবেদক

সিসিইউতে অভিনেত্রী সুজাতা

বিশিষ্ট অভিনেত্রী সুজাতা অসুস্থ হয়ে এখন হাসপাতালে। বুধবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে আছেন। গতকাল অভিনেত্রী সুজাতার বড় ছেলে ফয়সাল আজিমের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। সুজাতা ১৯৬৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ছিলেন শীর্ষ নায়িকাদের একজন। সহনায়িকা হিসেবে ‘ধারাপাত’ ছবিতে অভিনয় করার আগে ‘দুই দিগন্ত’ নামে একটি ছবিতে নৃত্য দৃশ্যে অংশ নিয়েছিলেন। উর্দু ছবি কায়েসেতে তিনি সহনায়িকা থাকার পর কাজী খালেক তার ‘মেঘ ভাঙা রোদ’-এ সুজাতাকে প্রথম একক নায়িকা হিসেবে নিয়েছিলেন। তবে ‘মেঘ ভাঙা রোদ’-এর আগে রূপবান ছবিটি রিলিজ হয়েছিল। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। আজও সুজাতা ‘রূপবান’ হয়েই আছেন দর্শক হৃদয়ে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা এই সুজাতা। নায়িকা হিসেবে সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি। ১৯৭৭ সালে তিনি সর্বশেষ রহিম নেওয়াজ পরিচালিত  ‘রাতের কলি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন।

সর্বশেষ খবর