বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

৩০ শিল্পীকে নিয়ে বাংলার গায়েন

শোবিজ প্রতিবেদক

৩০ শিল্পীকে নিয়ে বাংলার গায়েন

আরটিভিতে শুরু হয়েছে ফোক গানের নতুন রিয়েলিটি শো ‘বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়েন’। আর এই আয়োজনের বিচারক হিসেবে রয়েছেন এস আই টুটুল, শওকত আলী ইমন, ইবরার টিপু। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায় অনুষ্ঠানটির প্রযোজক-ডিরেক্টর সোহাগ মাসুদ। ক্রিয়েটিভ ডিরেকশন, স্ক্রিপ্ট এবং ভয়েজ ওভারে রয়েছেন ইভান সাইর। অনুষ্ঠানটির উপস্থাপনায় শান্তা জাহান এবং ডিজিটাল প্রমোশনের দায়িত্ব পালন করছেন ডি রকস্টারের শিল্পী সারোয়ার শুভ। বাংলার গায়েনের ডিরেক্টর সোহাগ মাসুদ বলেন, ‘ইতিমধ্যেই ২ লাখ ১৪ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সেরা শিল্পীদের বাছাই করা হয়েছে। চলছে নিয়মিত প্রতিযোগীদের গ্লুমিং। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ফোক শিল্পীরা। এখন বাছাই করে ৩০ জন রয়েছেন। এদের মধ্যে দেশের বাইরের শিল্পীও রয়েছেন। আসলে ঘরবন্দী সময়ে মানুষের গানের চর্চার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে ‘বাংলার গায়েন’ আয়োজন করা হয়।’ সংগীত পরিচালক ও শিল্পী এস আই টুটুল বলেন, ‘ভালো লাগছে। ভালো একটি উদ্যোগের সঙ্গে আছি।’ শওকত আলী ইমন বলেন, ‘এই মুহূর্তে এমন একটা প্ল্যাটফরম দরকার ছিল। আরটিভি এ সময় এগিয়ে এসেছে সে জন্য ধন্যবাদ। আশা করি দেশ-বিদেশের ভালো কিছু শিল্পী আমরা পাব।’ ইবরার টিপু বলেন, ‘নতুন নতুন ভালো শিল্পী উঠে  আসুক এর মাধ্যমে, এটাই চাওয়া।’ 

 

সর্বশেষ খবর