শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রীতিলতার এলাকায় তিশা

শোবিজ প্রতিবেদক

প্রীতিলতার এলাকায় তিশা

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে ঘিরে নির্মিত হচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’। যার কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রদীপ ঘোষ পরিচালিত এ ছবিটির কাজ এবার প্রীতিলতার স্মৃতিবিজড়িত চট্টগ্রামে শুরু হয়েছে। পরিচালক জানান, তৃতীয় লটের শুটিং চলছে চট্টগ্রাম যুব বিদ্রোহের ঐতিহাসিক স্থানসমূহে। ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই শুটিং চলবে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব ও পটিয়া উপজেলার ধলঘাট এলাকায়।

পরিচালক বলেন, ‘অনেক দেরিতে হলেও চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু করেছি। আমি মনে করি, ঐতিহাসিকভাবে এর যেমন গুরুত্ব আছে তেমনি প্রীতিলতা আজও তরুণদের অনুপ্রেরণা।’ ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে এই চলচ্চিত্রের বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। প্রীতিলতার বাবার চরিত্রে আছেন মান্নান হীরা।  কিশোরী প্রীতিলতা মৃন্ময়ী রূপকথা। সূর্য সেন চরিত্রে কামরুজ্জামান তাপু।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর