মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফের ব্যস্ত হাকিম দম্পতি

শোবিজ প্রতিবেদক

ফের ব্যস্ত হাকিম দম্পতি

করোনা প্রকোপের মধ্যেই তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম নিলেন ভিন্ন উদ্যোগ। তাঁদের ইচ্ছা ছিল রমজানের ঈদে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উজানচর গ্রামবাসীর জন্য কিছু খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার। কিন্তু তখন বন্যা দেখা দিলে আর যাওয়া হয়ে উঠেনি তাঁদের। জিনাত হাকিম বলেন, ‘আমি আমার দাদাবাড়ির স্কুল সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা আরিফা বেগম আপার সঙ্গে পরামর্শ করি। কিন্তু দুর্ভাগ্য, আপা এবং দুলাভাই করোনায় আক্রান্ত হন। তাঁরা সুস্থ হলেও এরপর  আমাদের পরিবার করোনা আক্রান্ত হয়। তা সবাই জানেন। বর্তমানে করোনার প্রকোপ এবং শীতের তীব্রতাও বাড়ছে। তাই সিদ্ধান্ত নিই কিছু করার।’ তিনি আরও বলেন, ‘আত্মীয়স্বজন ও স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক ভাইদের সহযোগিতায় গ্রামের ৫০০ পরিবারের কাছে গতকাল পৌঁছে গেছে ৫০০ কম্বল ও ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী। করোনা ও বন্যায় চর অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই চরের লোকেরা সুবিধাবঞ্চিত। এই সামান্য সহযোগিতা তাদের হয়তো কিছুটা হলেও উপকারে আসবে আশা করছি। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের পাশে সবার এগিয়ে আসা উচিত। আমাদের এই উদ্যোগের মতো অন্যরাও উৎসাহিত হবে বলে প্রত্যাশা করি।’ 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর