বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফ্রিতে শতাব্দী-শশীর ‘দাগ’

শোবিজ প্রতিবেদক

ফ্রিতে শতাব্দী-শশীর ‘দাগ’

মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। নির্মাতা জসীম আহমেদ। ছবিটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাকার বকুল। আবহসংগীত করেছেন পার্থ বড়ুয়া। ছবিটি ২০১৮ সালে সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

২০১৭ সালের মে মাসে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নেয় এটি। এরপর আন্তর্জাতিক প্ল্যাটফরম ভিমিয়োতে মুক্তি পায় অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে। যার মাধ্যমে ১ ডলারের বিনিময়ে ছবিটি দেখতে পেরেছে বিশ্বের যে কোনো দর্শক। ছবিটি এবার সবার জন্য ফ্রি উন্মুক্ত করা হয়েছে। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেখতে পারবেন যে কোনো দর্শক। জসীম আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার হওয়া একটি মেয়ে বিয়ের রাতেও একই পরিস্থিতিতে পড়ে। তখন সে প্রতিবাদী হয়ে ওঠে।’ 

সর্বশেষ খবর