শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জোভান-ফারিনের ‘প্রেম ৭১’

শোবিজ প্রতিবেদক

১৯৭১ সাল। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ দলে দলে বসতভিটা ছেড়ে পালাচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা প্রাণভয়ে পাড়ি জমাচ্ছে সীমান্তের ওপারে। ফারিনও তার বাবার সঙ্গে দেশ ছাড়ার জন্য বেরিয়েছে। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পাকিস্তানি বাহিনীর হাত থেকে রক্ষার জন্য ফারিনের বাবা মাথায় টুপি পরেছেন। যাওয়ার পথে জোভানের সামনে পড়ে তারা। জোভান পীর বংশের ছেলে। সবসময় পাঞ্জাবি-টুপি পরে থাকে। ফারিনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সে।

জোভানের মা খুব কট্টর ধার্মিক। শাহজাহান সৌরভ রচিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন জোভান আহমেদ, তাসনিয়া ফারিন, এস এম মহসীন, সাবেরী আলম প্রমুখ। টেলিফিল্মটি আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

সর্বশেষ খবর