মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মমর মানবতা

শোবিজ প্রতিবেদক

মমর মানবতা

সম্প্রতি নির্মিত হয়েছে জাকিয়া বারী মম অভিনীত নাটক ‘মানবতা’। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এই নাটকে মমর বিপরীতে রয়েছেন ‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাশেদ সীমান্ত। এখানে রাশেদ সীমান্তকে দেখা যাবে লঞ্চের সুপারভাইজার চরিত্রে। ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে একটি যাত্রবাহী লঞ্চ সদরঘাট টার্মিনাল ত্যাগ করে। লঞ্চের সুপারভাইজার খোকন হাওলাদার ঘুরে ঘুরে যাত্রীদের দেখাশোনা করেন। লঞ্চ তিন ঘণ্টা চলার পর মাঝনদীতে হঠাৎ করে এক গর্ভবতী মহিলা যাত্রীর প্রসব বেদনা শুরু হয়। সে মহিলা তাকে এবং তার অনাগত সন্তানকে বাঁচানোর জন্য খোকন হাওলদারকে অনেক অনুনয়-বিনয় করেন। মাঝনদীতে খোকন কি করবে বুঝে উঠতে পারে না। সে দ্রুত লঞ্চের সেন্ট্রাল মাইক দিয়ে ঘোষণা দেয় যে, লঞ্চে যাত্রীদের মধ্যে কোনো গাইনি ডাক্তার আছে কিনা। গর্ভবতী মহিলা এবং তার অনাগত সন্তানের কি হবে ভেবে যখন লঞ্চের সব যাত্রী আতঙ্কগ্রস্ত ঠিক তখনই ওই লঞ্চের এক যাত্রী ডাক্তার নুসরাত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমনই এক হৃদয়স্পর্শী কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মানবতা’। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অলিউল হক রুমী, আইনুন পুতুল, নীলা আহমেদসহ অনেকে। নাটকটি ২৭ ডিসেম্বর বৈশাখী টেলিভিশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাত ৮টায় প্রচার হবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর