মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রযোজক সমিতির কমিটি পুনর্বহাল

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচিত স্থগিত হওয়া কমিটিকে পুনর্বহাল করেছে আদালত। প্রশাসকও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গংদের করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের আদেশ ও সমিতিতে প্রশাসক নিয়োগ দেয়। এরপরই ১২ ডিসেম্বর প্রযোজক-পরিবেশক সমিতির পক্ষ থেকে হাই কোর্টে একটি রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাই কোর্ট সমিতির নির্বাচিত কমিটিকে বৈধ ঘোষণা করে প্রশাসক প্রত্যাহার ও নির্বাচিত কর্মকর্তাদের পুনর্বহালের আদেশ দেয়। এই আদেশের  বিরুদ্ধে জায়েদ খান ও বাণিজ্য মন্ত্রণালয় ১৭ ডিসেম্বর চেম্বার জজ আদালতের অ্যাপিলেট ডিভিশনে হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে এর শুনানি শেষে চেম্বার জজ আদালতের বিচারপতি মোহাম্মদ নরুজ্জামান হাই কোর্টের আদেশ বহাল রাখেন এবং ২০২১ সালের ২৮ জানুয়ারি চেম্বার জজ আদালতের অ্যাপিলেট বিভাগের ফুল বেঞ্চে এর শুনানির দিন ধার্য করেন। এ তথ্য জানিয়ে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, এতে বর্তমান নির্বাচিত কমিটির দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা রইল না।

সর্বশেষ খবর