শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এক স্বপ্নবাজ গায়েন

শোবিজ প্রতিবেদক

এক স্বপ্নবাজ গায়েন

সঞ্জীব চৌধুরী

‘চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ সমুদ্রে যাও; সমুদ্র কি তোমার ছেলে, আদর দিয়ে চোখে মাখাও’- কী অনবদ্য কথা ও গান! এমনই অনেক গানের জন্ম হয়েছে এক ক্ষণজন্মা সাংবাদিক-সংগীতশিল্পীর হাত দিয়েই। নব্বইয়ের গণআন্দোলনে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে পথে পথে ঘুরে বেড়িয়েছেন। তাৎক্ষণিক গান লেখার পর তাতে তখনই সুর বসিয়ে রাজপথ কাঁপাতেন স্বৈরাচার পতনের গানে গানে। তাঁর রাজনৈতিক সচেতনতা ও কণ্ঠের মহিমা- এ দুইয়ে মিলে যেন আন্দোলনের ভাষায় কথা বলত সমন্বিত সুরে। শরীরে জমিদার বংশের রক্ত থাকার পরও যিনি পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। প্রতিটি লড়াই-সংগ্রামে তাঁর সক্রিয় অবস্থান ছিল। যিনি কখনো সমঝোতা করেননি নিজের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে। তিনি আমাদের প্রিয় কাজলদা, গায়ক সঞ্জীব চৌধুরী। আজ এই শিল্পীর ৫৭তম জন্মদিন। ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে হবিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই একরোখা যুবকটি। জন্মদিনে তাঁর স্মরণে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘নবম সঞ্জীব উৎসব-২০২০’। উৎসবটি অনলাইনে দেখা যাবে রাত ৮টায় ‘সঞ্জীব উৎসব’ নামের ফেসবুক পেজ থেকে। ২০১০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ’ আয়োজন করছে এ উৎসব। নবম বারের মতো আয়োজিত এ উৎসবে গান ও স্মৃতিচারণ করবেন হাসান আবিদুর রেজা জুয়েল, আবিদা নাসরিন কলি, বাপ্পা মজুমদার, শেখ রানা, শুভ, পারভেজ, এলিটা করিম, জয় শাহরিয়ার, সিনা হাসান, সাহস মোস্তাফিজ ও মন, লালন মাহমুদ, ফারাবি, সুহৃদ স্বাগত, তুহিন, উদয় ও গানকবি। সঞ্জীব উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী জয় বলেন, ‘করোনা সতর্কতা মাথায় রেখেই এবার অনলাইনে আয়োজন। উৎসবটি দাদাকে ভালোবেসেই করা।’ সার্বিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং  আজব কারখানা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর