রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

১৬ বছরে বৈশাখী টেলিভিশন

শোবিজ প্রতিবেদক

১৬ বছরে বৈশাখী টেলিভিশন

২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশনের। আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান দিয়ে। সকাল সাড়ে ৮টায় শুরু হবে ‘১৬ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠান। চলবে রাত ১২টা পর্যন্ত। এটি প্রচার হবে ৪টি সেগমেন্টে। ১৬ বছরে বৈশাখী সংগীতানুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সানজিদা তন্বী, আফরিন অথৈ ও তাসনুভা মোহনা। রাতে প্রচার হবে দুটি একক নাটক। রাত ৮টায় প্রচার হবে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে আল হাজেনের ‘মানবতা’। রাত ৯টায় প্রচার হবে ‘নজরবন্দী’। রচনায় আহমেদ তাওকীর ও নির্মাণে সরদার রোকন। অভিনয়ে সজল, কেয়া পায়েল, শিল্পী সরকার অপুসহ অনেকেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর