শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর চতুর্থ বর্ষপূর্তি

শোবিজ প্রতিবেদক

ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর চতুর্থ বর্ষপূর্তি

এক এক করে আজ চার বছর পূর্ণ করল দেশের জনপ্রিয় রেডিও স্টেশন ক্যাপিটাল এফএম ৯৪.৮। পথচলার মাত্র চার বছরেই দেশের সর্বস্তরের শ্রোতার কাছে পৌঁছে গেছে এশিয়ার বৃহত্তম মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের এই প্রতিষ্ঠানটি। ২০১৭ সালের ২ জানুয়ারি বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের হাতে যাত্রা শুরু করে দেশের নম্বর ওয়ান মিউজিক স্টেশন ক্যাপিটাল এফএম ৯৪.৮। চার বছর ধরে গান ও ফানভিত্তিক রেডিওটি দেশের সব বয়স ও শ্রেণির শ্রোতার জন্য আলাদা আলাদা আয়োজন করে ইতিমধ্যে সেরার কাতারে পৌঁছে গেছে। পরপর তিনবার এই প্রতিষ্ঠানের আরজেরা সেরা আরজের খেতাব অর্জনের পাশাপাশি গড়ে তুলেছেন বৃহত্তম শ্রোতাগোষ্ঠী। সরাসরি টানা আঠারো ঘণ্টার অনুষ্ঠান, শত কণ্ঠে গানের মতো ব্যতিক্রমধর্মী সব আয়োজন করা ক্যাপিটাল এফএম করোনাকালে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দেশের প্রখ্যাত শিল্পীদের উপস্থিতিতে দিনভর উদযাপন করছে তার চতুর্থ বর্ষপূর্তি। তরঙ্গের মাধ্যমে শোনার পাশাপাশি যা দেখা যাবে ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘আগামীতে দেশের প্রতিটি বিভাগের শ্রোতারা ক্যাপিটাল এফএম ৯৪.৮ কে আরও কাছে পাবে।’ সব শ্রোতার জন্য ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে আগামীতে আরও সমৃদ্ধ হয়ে  আসছে ক্যাপিটাল এফএম ৯৪.৮।

 

সর্বশেষ খবর