শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিনেমা হলে আসছে হিন্দি ছবি!

শোবিজ প্রতিবেদক

সিনেমা হলে আসছে হিন্দি ছবি!

ত্রিপক্ষীয় বৈঠকে চলচ্চিত্র প্রদর্শক-প্রযোজক ও পরিচালক সমিতির কর্মকর্তারা

অবশেষে চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি এ দেশের সিনেমা হলে ভারতীয় হিন্দি ছবি প্রদর্শনে ঐকমত্যে পৌঁছেছেন। গত বুধবার তিন সমিতির কর্তাব্যক্তিরা সম্মিলিত এক বৈঠকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ প্রসঙ্গে প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস বলেন, পর্যাপ্ত ও মানসম্মত ছবির অভাবে যেভাবে সিনেমা হল বন্ধ হতে চলেছে তা ঠেকাতে, মানে সিনেমা হল বাঁচাতে দর্শকগ্রহণযোগ্য পর্যাপ্তসংখ্যক ছবি নেই। দীর্ঘদিন ধরে দেশীয় নির্মাতারা ছবির অভাব পূরণ করতে পারছেন না বলে সিনেমা হল বন্ধ ঠেকাতে সীমিত আকারে হলেও ভারতীয় ছবি আমদানির বিকল্প নেই। এক্ষেত্রে আমরা হিন্দি ও বাংলা দুই ভাষার ছবিই আমদানি করতে চাই। সরকার এখন সাফটা চুক্তি অনুযায়ী এই আমদানির পথ সুগম করে দিলেই আর কোনো সমস্যা থাকবে না। উপমাহদেশীয় ছবি আমদানির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ সরকার প্রত্যাহার করে নিলেই চলচ্চিত্রের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ত্রিপক্ষীয় বৈঠকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নীতিমালা সহজীকরণ করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, বিদেশি ছবি আমদানির ক্ষেত্রে আগে দেশীয় নির্মাতাদের স্বার্থ দেখা হবে। সুদীপ কুমার দাসের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন খোরশেদ আলম খসরু, শামসুল আলম, সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন,

কাজী শোয়েব রশিদ, কামাল কিবরিয়া লিপু, মিয়া আলাউদ্দীন প্রমুখ।

সর্বশেষ খবর