শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আতর-এর প্রথম প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

আতর-এর প্রথম প্রদর্শনী

বছরের শেষ দিন অনুষ্ঠিত হয়ে গেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতর’। এর প্রথম প্রদর্শনী, কলাকুশলী, শিল্পী, সাংবাদিক, সমালোচক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরি সেমিনার হলে বিকাল ৪টা ৩০ মিনিটে প্রদর্শনীটি হয়েছে। করোনাকালীন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এটি প্রদর্শনী করা হয়েছে। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমি, রেজওয়ান পারভেজ, রূপকথা প্রমুখ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতর’-এর প্রযোজনায় রূপকথা প্রোডাকশনস। গল্প সূত্র ও গানের কথা এনামুল কবির সুজন। চিত্রনাট্য ও পরিচালনা রানা মাসুদ। সূচনা সংগীত প্রিন্স মাহমুদ আর কণ্ঠ দিয়েছেন কৃষ্ণকলি ইসলাম। প্রদর্শনী শেষে দর্শক চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। প্রযোজক এনামুল কবির সুজন জানান শিগগিরই কয়েকটি ভাষায় সাব-টাইটেল করে চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে। তিনি আরও বলেন, কিছু দিন আগে ঘটে যাওয়া একটি সত্য এবং বহুল আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘আতর’-এর চিত্র্যনাট্য। এর কাহিনি দর্শকদের দারুণভাবে স্পর্শ করবে। এমন ঘটনা প্রায়ই ঘটে চলছে সমাজের বিভিন্ন স্থানে। তারই প্রতিফলন হয়েছে  এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর