সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কিডনি রোগীদের সহায়তায় লাইভ কনসার্ট

শোবিজ প্রতিবেদক

কিডনি রোগীদের সহায়তায় লাইভ কনসার্ট

বাঁ থেকে আগুন, হাসান, ফাহমিদা নবী, এস আই টুটুল, মুন্নী ও রন্টি

বিশ্বব্যাপী চলছে করোনার ভয়াবহতা। করোনার এই ক্রান্তিকালে বাংলাদেশের কিডনি রোগীদের আর্থিক সহায়তা করার জন্য বাংলাদেশের সংগীতাঙ্গনের শিল্পীরা আবারও একত্রিত হলেন কনসার্টে সংগীত পরিবেশন করার জন্য। একটি ফাউন্ডেশন আয়োজিত অনলাইন লাইভ চ্যারিটি কনসার্টটি গত ২ জানুয়ারি দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কিডনি রোগীদের জন্য অর্থ সহায়তা করতে গানে গানে এগিয়ে এসে শিল্পীরা আবারও প্রমাণ করেছেন তাঁরা মানুষের জন্য নিবেদিত হয়ে গান করেন। চ্যারিটি এই কনসার্টে সংগীত পরিবেশন করেন শাফিন আহমেদ, মাকসুদ, ফাহমিদা নবী, আগুন, এস আই টুটুল, হাসান, এস আই সুমন, দিনাত জাহান মুন্নী, রন্টি দাসসহ আরও বেশ কয়েকজন। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘বছরের শুরুতেই এত চমৎকার একটি অনুষ্ঠানে গান করতে পেরে ভীষণ ভালো লেগেছে। নতুন ইংরেজি বছরের শুরুতে প্রিয় প্রিয় মানুষের সঙ্গে দেখা হলো। সবচেয়ে বড় কথা কিডনি রোগীদের সহায়তায় আমরা একত্রিত হয়েছি, পাশে দাঁড়িয়েছি। এটাই অনেক ভালো লাগার।’ আগুন বলেন, ‘চমৎকার একটি উদ্যোগ ছিল করোনার এই ক্রান্তিকালেও। ধন্যবাদ আয়োজকদের।’ এস আই টুটুল বলেন, ‘একজন শিল্পী হিসেবে কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে আসতে পেরে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। মানুষের জন্যই তো মানুষ। আগামীতেও মানুষের পাশে দাঁড়াতে চাই।’ দিনাত জাহান মুন্নী বলেন, ‘আমার কাছে এক কথায় এই কনসার্টটিতে অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। সবাই যার যার মৌলিক গান গেয়েছেন। সব মিলিয়ে চমৎকার একটি আয়োজন ছিল। 

সর্বশেষ খবর