মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিথিলা এবার রাজনীতিবিদ

শোবিজ প্রতিবেদক

মিথিলা এবার রাজনীতিবিদ

কখনো তিনি পড়ুয়া, কখনো গবেষণা করছেন, কখনো কাজ করছেন শিশুদের নিয়ে, কখনোবা গান গাইছেন, কখনো বেছে নিচ্ছেন অভিনয়। তিনি অর্থাৎ রাফিয়াত রশিদ মিথিলা। এবার তিনি রাজনীতিবিদের ভূমিকায়। না! ব্যক্তিজীবনে নয়। মিথিলার এই পরিচয় পর্দার। জি-ফাইভের জন্য বাংলাদেশের প্রোডাকশনে সদ্য একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন তিনি। সেখানেই প্রথমবার একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করবেন মিথিলা। মহম্মদ নাজিমুদ্দিনের লেখা উপন্যাস ‘কনট্র্যাক্ট’-এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ওয়েব সিরিজের চিত্রনাট্য। সিরিজের নামও ‘কনট্র্যাক্ট’। যৌথ পরিচালনার দায়িত্বে রয়েছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। মিথিলা জানান, ‘কয়েকটা সমান্তরাল গল্প রয়েছে। শেষে গিয়ে লিঙ্ক হবে। এটা ফার্স্ট সিজন। আমার চরিত্র খুব ইন্টারেস্টিং। একজন রাজনীতিবিদের চরিত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর