বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুমার বিশ্বজিতের ‘মেঘলা দিনে’

শোবিজ প্রতিবেদক

কুমার বিশ্বজিতের ‘মেঘলা দিনে’

চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। বাংলা গানের বাঁক পরিবর্তনে যার ভূমিকা অসামান্য। একাধারে তিনি গীতিকার, সুরকার, সংগীত শিল্পী, সংগীত পরিচালক। কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে’সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এখনো সব বয়সী শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখেই নতুন গান উপহার দেওয়ার চেষ্টা করেন। এ দেশের প্রথম মিউজিক্যাল ফিল্মের যাত্রা শুরু হয় তার হাত ধরেই। এবারও তার হাত ধরেই সংগীতাঙ্গনে আরও একটি নতুন যাত্রা শুরু হলো। মিনিয়েচার প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো তার গাওয়া ‘মেঘলা দিনে’র মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটি লিখেছেন তাজু কামাল এবং সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানছবির ব্যানারে নির্মিত গানটির মিউজিক ভিডিও নির্মাণ ও ডিওপি হিসেবে ছিলেন চন্দন রায় চৌধুরী। মডেল হিসেবে রয়েছেন লিয়ানা লিয়া, তাপস রয় চৌধুরী, আজম খান ও ফারহানা জামান। কুমার বিশ্বজিৎ জানান, মেঘলা দিনে গানটি ৭ জানুয়ারি রাত ৮টায় গানছবি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। 

সর্বশেষ খবর