বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাহুল আনন্দের ‘ঢাকানামা’

শোবিজ প্রতিবেদক

রাহুল আনন্দের ‘ঢাকানামা’

শহর নিয়ে সুর বুনেছেন গানের মানুষ রাহুল আনন্দ। নতুন গানের নাম ‘ঢাকানামা’। ‘স্লোগান কবিতা দ্রোহে-সময়ের দাবি উড়ে/পোস্টার বিলবোর্ডে-রাতজাগা প্রেম করে/ময়ূরী আর মারজুক।’- এমন কথামালা নিয়ে তৈরি হয়েছে গানটি। এ শহরে থাকা চারুকলা, কিংবা সেগুনবাগিচার শিল্পকলা অথবা কোনো এক কানাগলি- রাহুলকে ভীষণ টানে। তা রয়েছে এই গানে। গত ২ জানুয়ারি জলের গানের ফেসবুক পেজে এটি অবমুক্ত হয়। নববর্ষকে স্বাগত জানাতেই এক বিকালের করা একটা লাইভ রেকর্ডিং ছিল গানটি। শিগগিরই নতুন আঙ্গিকে ভিডিও করে এটি অবমুক্ত হবে। দলটির বর্তমান লাইনআপে রয়েছেন- রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও ডি এইচ শুভ্র। গায়ক ও গীতিকবি রাহুল আনন্দ বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা, এই শহরটা নিয়ে গান করার। এ শহর তো আমার জীবন থেকে বাদ দিতে পারব না। তাকে নিয়েই গাইতে চেয়েছি’।

সর্বশেষ খবর