শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রিচির প্রত্যাবর্তন

শোবিজ প্রতিবেদক

রিচির প্রত্যাবর্তন

দর্শকের প্রিয় মুখ ও গুণী অভিনেত্রী রিচি সোলায়মান। দেশের অন্যতম একজন টিভি অভিনেত্রী তিনি। তবে সংসার ও ব্যক্তিগত ব্যস্ততায় মাঝখানে অভিনয় থেকে দূরে থাকলেও ভালো কাজ হলে অভিনয় করেন। তিনি অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন। নিজের প্রযোজনা সংস্থা থেকে অনেক নাটক বানিয়েছেন। এই পরবাসিনী যখনই দেশে আসেন, দু-একটা কাজ করে অভিনয়ে নিজেকে জানান দেন। এবারও তাই করলেন। চয়নিকা চৌধুরীর নির্মাণে ‘মন কেমনের দিন’ নাটকে আনিসুর রহমান মিলন ও নবাগত অভিনেত্রী সারিকা সাবাহর সঙ্গে তাঁকে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। ডিওপি সুজন মাহমুদ। সহকারী পরিচালক সুব্রত মিত্র ও মইনুল ওয়াজেদ রাজীব। এসআর মাল্টিমিডিয়া নিবেদিত নাটকটির প্রযোজক শাহিদা রহমান। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি বছরের প্রথম কাজ। আর রিচি আমার অনেক প্রিয় অভিনয়শিল্পীর একজন। অনেক দিন পর কী যে আরামে কাজ করছি। সকাল ৯টা ৩০ মিনিটে ক্যামেরা ওপেন! আহা! কী শান্তি। ড্রেস চেঞ্জ করতে কোনো সময় লাগে না। ইভেন জরুরি ফোনে কথা বলতে থাকলেও এডিরা আরামে ডাকতে পারে, সংকোচবোধ করে না! এবং সঙ্গে ডাকা মাত্র ক্যামেরার সামনে হাজির। এই গুণী অভিনয়শিল্পীকে অনেক মিস করি! আনিসুর রহমান মিলন অসুস্থ সত্ত্বেও চলে এলেন ১০টা ৩০ মিনিটে। আর সারিকা সাবাহ এত্ত সুইট, সে তো সকাল ৮টায় আমাকে প্রতিদিন পিক করত গাড়িতে।’ জানা যায়, শিগগিরই যে কোনো চ্যানেলে ও প্ল্যাটফরমে  এটি প্রকাশ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর