সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পর্দা কাঁপাতে সোহেল মন্ডলের আবির্ভাব

শোবিজ প্রতিবেদক

পর্দা কাঁপাতে সোহেল মন্ডলের আবির্ভাব

আমাদের মন্টু অর্থাৎ সোহেল মন্ডল। ওয়েব সিরিজ ‘তাকদির’র মাধ্যমে তিনি তাঁর অভিনয়ের জাত চিনিয়েছেন। চঞ্চল চৌধুরীর সঙ্গে পুরোটা সময় পর্দায় সমানতালে অভিনয় করেছেন। মঞ্চ, চলচ্চিত্র, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ মিলিয়ে অভিনয়ের সঙ্গে যুক্ত দীর্ঘ ১৩ বছর! ২০০৯ থেকে এ পর্যন্ত প্রাচ্যনাট থিয়েটারের হয়ে কাজ করেছেন অসংখ্য প্রযোজনায়। থিয়েটারেই নিজেকে বেঁধে রাখেননি; নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতে যুক্ত করেছেন চলচ্চিত্র, বিজ্ঞাপন ও ডিজিটাল প্ল্যাটফরমে। এদিকে একজন পেশাদার ভিডিও সম্পাদক হিসেবে কাজ করেছেন অমিতাভ রেজার ‘ঢাকা মেট্রো’, আবরার আতাহার ভাইয়ের ‘কলি-২’ ও অসংখ্য টিভিসিতে। সোহেলের ‘তাকদির’ই প্রধান চমক নয়, চমক আরও অপেক্ষা করছে! ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ও বাংলাদেশি প্রযোজক জসীম আহমেদ প্রযোজিত ‘মায়ার জঞ্জাল’-এ অপি করিম-ঋত্বিক চক্রবর্তীকে সবাই প্রধান চরিত্র মনে করলেও প্রধান চরিত্রে প্রোটাগনিস্ট হিসেবে সোহেল মন্ডলই অভিনয় করেছেন। চঞ্চল চৌধুরীর সঙ্গে তাকদির বাদেও ‘আয়নাবাজি’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত প্রথম সিনেমা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’, এরপর মুসাফির, আয়নাবাজি, ‘রংধনু’, মায়ার জঞ্জাল ও হাওয়া। ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ সিরিজের ‘শ্যাওলা’-তে অভিনয় করেছেন সোহেল। উল্লেখ্য, সোহেল মন্ডল ‘চরকি’র একটি প্রোডাকশনে ও নতুন একটি বিজ্ঞাপনে কাজ করছেন। 

সর্বশেষ খবর