বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অনন্য প্রতিভায় বিচারক তাঁরা...

শোবিজ প্রতিবেদক

অনন্য প্রতিভায় বিচারক তাঁরা...

শুরু হতে যাচ্ছে বাংলাদেশে প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’। জিপিএইচ ইস্পাত গ্রুপের উদ্যোগে এটি এনটিভিতে সম্প্রচারিত হবে। এই মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোটিতে অন্যতম বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী-কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, নাট্যনির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু এবং সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হৃদয় খান। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। জানা যায়, এই রিয়েলিটি শোর প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অপ্রকাশিত বিরল প্রতিভাকে খুঁজে বের করে তাদের একটি প্ল্যাটফরম দেওয়া। যেখানে তারা তাদের প্রতিভাকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন। এই রিয়েলিটি শোতে বয়সের কোনো গন্ডি থাকছে না; যে কোনো বয়সের বাংলাদেশি নাগরিক এটিতে অংশ নিতে পারবেন। নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, অ্যাক্রোবেট, চিত্রশিল্প, র‌্যাপ- যে কোনো বিষয়ের ওপর প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন প্রতিযোগীরা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সব বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে বলে জানা যায়।

 

সর্বশেষ খবর