বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ পাচ্ছে ‘কান্ট্রি ইন ফোকাস’

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ পাচ্ছে ‘কান্ট্রি ইন ফোকাস’

ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) প্রথমবারের মতো ‘কান্ট্রি ইন ফোকাস’-এর সম্মান পাচ্ছে বাংলাদেশ। গোয়াতে ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ‘হাইব্রিড ফরম্যাটে’ এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ভারতের তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে বাংলাদেশকে এ সম্মান দেওয়ার কথা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ‘কান্ট্রি ইন ফোকাস’ হলো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ সেগমেন্ট, যেখানে একটি বিশেষ দেশের ‘সিনেমাটিক উৎকর্ষ ও অবদান’কে সম্মান জানানো হয়। আইএফএফআই-এর ৫১তম বর্ষে সেই স্বীকৃতি পাচ্ছে ভারতের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারতের তথ্য মন্ত্রণালয় আরও জানায়, এবারের উৎসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ছবিগুলো হলো- তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’, জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’, রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’  এবং ১১ নির্মাতার তৈরি ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। 

 

সর্বশেষ খবর