রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর আজ

শোবিজ প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর আজ

অপু বিশ্বাস, ফেরদৌস আহমেদ, মাহিয়া মাহী ও নুসরাত ফারিয়া

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে দেশীয় চলচ্চিত্রের রাষ্ট্রীয় সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ প্রদান। করোনার প্রকোপ থাকলেও বিশেষ ব্যবস্থায় থাকছে সাংস্কৃতিক আয়োজন। ৪০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এর সমন্বয়ের দায়িত্বে থাকা বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশীদ। সাংস্কৃতিক আয়োজনে সিনেমার গানে মঞ্চ মাতাবেন পাঁচ তারকা। জুটি বেঁধে আসবেন ফেরদৌস ও অপু বিশ্বাস, সাইমন ও মাহী এবং এককভাবে নুসরাত ফারিয়া। তাঁরা একাধিক গানে নাচ পরিবেশন করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু ও শেষ হবে সাদিয়া ইসলাম মৌ ও ওয়ার্দা রিহাবের দলের নৃত্য পরিবেশনায়। এ ছাড়া গান গাইবেন লিজা, ঐশীসহ আরও তিন শিল্পী। দুটি পর্বে ভাগ হয়ে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে। যার দ্বিতীয় ভাগে থাকবে এই সাংস্কৃতিক আয়োজন। এই পর্বটি সঞ্চালনা করবেন অভিনয় শিল্পী আনিসুর রহমান মিলন ও ভাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকলেও তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। পুরস্কার তুলে দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রদান করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সর্বশেষ খবর