শিরোনাম
রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাশ্মীরের রানী কঙ্গনা

শোবিজ ডেস্ক

কাশ্মীরের রানী কঙ্গনা

এবার কাশ্মীরের রানী দিদ্দার কাহিনি নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউডের কুইন খ্যাত কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবার তিনি কাশ্মীরের রানী দিদ্দার কাহিনি নিয়ে তার আগের সিনেমা ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’-এর সিক্যুয়েল তৈরির ঘোষণা দেন। ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’। রানী লক্ষ্মী বাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। ১২৫ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে প্রায় ১৫০ কোটি রুপি আয় করেছিল। এবার সেই সিনেমারই সিক্যুয়েল নিয়ে আসার ঘোষণা দিলেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যমের। গণমাধ্যম থেকে জানা গেছে, লোহারা রাজবংশের মেয়ে ছিলেন দিদ্দা। রাজা কাসেমাগুপ্তর সঙ্গে তার বিয়ে হয়। শিকারের শখ ছিল কাসেমাগুপ্তর। রাজা হওয়ার কিছুদিন পরই এক ধরনের জ্বরে তার মৃত্যু হয়। নাবালক ছেলে অভিমন্যুর অভিভাবক হিসেবে রানী দিদ্দা রাজ্যভার গ্রহণ করেন। পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই তার বিরোধিতা করেন। ষড়যন্ত্র করে হত্যার চেষ্টাও হয়েছিল তাকে। কিন্তু দিদ্দা কঠোর হাতে সব ধরনের বিদ্রোহ দমন করেন। একটা সময় পর ছেলে অভিমন্যুরও মৃত্যু হয়। তারপর দিদ্দার তিন নাতিও অস্বাভাবিকভাবে মারা যান। এভাবেই চলে ছবির গল্প।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর