রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কলকাতায় সেরা ছবি ‘নোনাজলের কাব্য’

শোবিজ প্রতিবেদক

পুরস্কার প্রদানের মধ্য দিয়ে পর্দা নামল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। যেখানে এশীয় বাছাইয়ে সেরা ছবির পুরস্কারটি অর্জন করল বাংলাদেশের ‘নোনাজলের কাব্য’। কলকাতার নন্দন চত্বরের মুক্তমঞ্চে চলচ্চিত্র উৎসবের সমাপ্তি ঘোষণা হয় শুক্রবার সন্ধ্যায়। সেখানে এবারের উৎসবের সেরা পুরস্কারটি দেওয়া হয় ‘বান্দারব্যান্ড’ এর জন্য ইরানের নির্মাতা মনজি হিকমতকে। তবে বাংলা ভাষার ছবি হিসেবে চমক তৈরি করেছে রিজওয়ান শাহরিয়ার সুমিতের ছবি ‘নোনাজলের কাব্য’। ছবিটি ‘এশিয়ান সিলেক্ট : নেটপ্যাক’ বিভাগে পুরস্কার অর্জন করে। এই চলচ্চিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও সংস্কৃতিক প্রভাব চিত্রণ করা হয়েছে। তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুল, রোজি সিদ্দিকী এবং দুলারি তাহিম চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন। এর আগে চলচ্চিত্রটি বুসান, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।          

সর্বশেষ খবর