সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ছোট পর্দায় ‘কাজল রেখা’

শোবিজ প্রতিবেদক

ছোট পর্দায় ‘কাজল রেখা’

মৈমনসিংহ গীতিকার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে রূপকথা ‘কাজল রেখা’ পালা। একসময় যাত্রাপালা কিংবা বইয়ের পাতায় উঠে এসেছে এই কল্পকাহিনিটি। এবারও প্রথমবারের মতো এটি আসছে ছোট পর্দায়, দীর্ঘ ধারাবাহিকরূপে। পরিচালক এস এম সালাহ উদ্দিন। ‘কাজল রেখা’র শুটিং চলমান। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোডাকশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। ব্যয়বহুল ও সর্বাধুনিক ভিএফএক্স ও গ্রাফিক্সের ওপর ভিত্তি করে এটি নির্মিত হচ্ছে বলে জানানো হয়েছে। ‘কাজল রেখা’ নাম ভূমিকায় অভিনয় করছেন মারিয়া ফারিহ উপমা। এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মেমি, সৈয়দ শুভ্র, অবিদ রেহান, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শুভেচ্ছা রহমান, সুবর্না মজুমদার, মোমেনা চৌধুরী, ঝুনা চৌধুরী, শাখাওয়াত শিমুল, এন কে মাশুক, দোয়েল, কোহিনুর আলম, সৈয়দা শিলা এবং একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। জানা যায়, রূপকথা ‘কাজল রেখা’ পালার রচয়িতা অজ্ঞাত। এই পালার কিছুটা সংক্ষিপ্ত রূপ সংকলিত হয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলিতে। ধারাবাহিকটি দীপ্ত টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর