বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিন কন্যার ক্ষোভ...

শোবিজ প্রতিবেদক

তিন কন্যার ক্ষোভ...

এখনো কষ্ট ভুলতে পারছেন না কীর্তিমান চলচ্চিত্রকার কোহিনূর আক্তার সুচন্দা। কিছুতেই থামছে না তাঁর কান্না। এই কান্না অপমানের। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এ আজীবন সম্মাননাপ্রাপ্ত অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা গুরুতর অসুস্থ। সম্প্রতি তাঁর ওপেন হার্ট সার্জারি হওয়ায় তিনি শয্যাশায়ী। এ অবস্থায় তিনি সশরীরে জাতীয় সম্মান গ্রহণ করতে যেতে পারেননি। অনুষ্ঠানের আয়োজকদের কথামতো তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের অনুভূতির কথা তুলে ধরে ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন। যা আজীবন সম্মাননাপ্রাপ্তদের বক্তব্য রাখার জন্য বরাদ্দকৃত সময়ে তাঁর ছেলে তপু রায়হান পাঠ করবেন বলে আয়োজকরা জানালেও শেষ পর্যন্ত সেই সুযোগ দেওয়া হয়নি। এতে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা এই কীর্তিমান চলচ্চিত্রকার ও মুক্তিযোদ্ধা সুচন্দা মনে চরম আঘাত পেয়েছেন। অঝোরে কেঁদে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, ‘আয়োজকরা কেন এমন অসম্মান করল? আয়োজকরা পুরস্কারের নামে আমাকে যেন তিরস্কারে ভূষিত করল, মাননীয় প্রধানমন্ত্রী এই বিচার আমি আপনার কাছে চাই।’ অন্যদিকে সুচন্দার দুই বোন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা ও চম্পাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ না জানানো ও বড় বোন সুচন্দার সঙ্গে এমন আচরণে তাঁরাও চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ববিতা ও চম্পা বলেন, ‘আয়োজকরা আমাদের সঙ্গে কেন এমন অসম্মানজনক আচরণ করল তার বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর