রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শুরু হলো ‘বঙ্গবন্ধু’র শুটিং

শোবিজ প্রতিবেদক

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের কাজ শুরু হলো। বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিল্ম সিটিতে প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরু হয়েছে। সিনেমার শুটিংয়ে অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশের কলাকুশলীরা উড়ে গেছেন মুম্বাই। জানা গেছে, প্রথম পর্যায়ে ফিল্ম সিটিতেই চলচ্চিত্রটির শুটিং চলবে টানা ১০০ দিন। এরপর দ্বিতীয় ধাপের শুটিং হবে বাংলাদেশে। ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করছে বায়োপিক ‘বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনেরই একটি অংশ এই চলচ্চিত্র। গত বছরের জানুয়ারিতে ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এই চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়।

 

সর্বশেষ খবর