বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মানুষের পাশে এস আই টুটুল

শোবিজ প্রতিবেদক

মানুষের পাশে এস আই টুটুল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এস আই টুটুল এখন মঞ্চে গান গাওয়ার চেয়ে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার কাজেই নিজেকে বেশি ব্যস্ত রাখতে ভালোবাসেন। যে কারণে তিনি স্বল্প খরচে কিডনি রোগীদের জন্য কিডনি ডায়ালাইসিস করার সুযোগ করে দেওয়া প্রতিষ্ঠান ‘সোনার বাংলা ফাউন্ডেশন’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নিবেদিত হয়ে কাজ করছেন। যখন যেখানে এই ফাউন্ডেশনের কাজ থাকছে তিনি স্বতঃপ্রণোদিত হয়েই ছুটে যাচ্ছেন। এদিকে ২৫ জানুয়ারি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনটির কিডনি ডায়ালাইসিস মেশিন প্রস্তুত, সংযোজন ও মেরামতের জন্য ১.৩৩ একর জমি বরাদ্দের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় রাজধানীর গল্প গার্ডেন ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন এস আই টুটুল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর